সম্প্রতি জার্মানীর বার্লিনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্যামসাং এ বছর
২য় বারের মতো আরো একটি নতুন ফোনসেট - গ্যালাক্সি নোট ৪ এর মোড়ক উন্মোচন
করলো। গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলি যেমন হয় তার ধারাবাহিকতায় এটিও তেমন
আধুনিক প্রযুক্তি ও অভিনবত্বে পূর্ণ।
নোট ৪ এ থাকছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি (২৫৬০ x ১৪৪০) সুপার অ্যামোলেড ডিসপ্লে যা ধ্রুতমত গতিতে সাড়া দেবে। অধিক স্বচ্ছ, পরিষ্কার ও বর্ণিল ছবির সাথে পাশ থেকেও ভালোভাবে দেখার সুবিধাসহ ব্যবহারকারীকে দূর্দান্ত সব অভিজ্ঞতা দিবে। এক কথায় ডিসল্পেটি সত্যিই অসাধারণ! গ্যালাক্সি এস ৫ ব্রডব্যান্ড এলটিই-এ এর পর নোট ৪ ই স্যামসাং এর কোয়াড এইচডি রেজুলেশনসম্মৃদ্ধ ২য় ফোন। এতে আরো আছে স্মার্ট ওআইএস সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ইউভি সেন্সর। তবে এর সবচেয়ে বড় অভিনবত্ব হচ্ছে এর এস পেন। স্যামসাং এর দাবি অনুযায়ী এই নতুন এস পেন আগের সবগুলির চেয়ে অনেক বেশী স্বাভাবিক ও প্রকৃতই পেন ব্যবহারের অনুভুতি দেবে। এই ডিভাইসটি চলবে স্যামসাং এর নতুন ট্যাচউইজ ইউএক্স সম্বলিত অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট এর সাহায্যে।
নোট ৪ এ থাকছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি (২৫৬০ x ১৪৪০) সুপার অ্যামোলেড ডিসপ্লে যা ধ্রুতমত গতিতে সাড়া দেবে। অধিক স্বচ্ছ, পরিষ্কার ও বর্ণিল ছবির সাথে পাশ থেকেও ভালোভাবে দেখার সুবিধাসহ ব্যবহারকারীকে দূর্দান্ত সব অভিজ্ঞতা দিবে। এক কথায় ডিসল্পেটি সত্যিই অসাধারণ! গ্যালাক্সি এস ৫ ব্রডব্যান্ড এলটিই-এ এর পর নোট ৪ ই স্যামসাং এর কোয়াড এইচডি রেজুলেশনসম্মৃদ্ধ ২য় ফোন। এতে আরো আছে স্মার্ট ওআইএস সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ইউভি সেন্সর। তবে এর সবচেয়ে বড় অভিনবত্ব হচ্ছে এর এস পেন। স্যামসাং এর দাবি অনুযায়ী এই নতুন এস পেন আগের সবগুলির চেয়ে অনেক বেশী স্বাভাবিক ও প্রকৃতই পেন ব্যবহারের অনুভুতি দেবে। এই ডিভাইসটি চলবে স্যামসাং এর নতুন ট্যাচউইজ ইউএক্স সম্বলিত অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট এর সাহায্যে।
৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে - স্যামসাং গ্যালাক্সি নোট ৪
স্যামসাং গ্যালাক্সি নোট ৪ - আসছে নতুন এস পেন
গ্যালাক্সি
সিরিজের কাছে মানুষের সর্বাধিক নতুন প্রযুক্তির প্রত্যাশার কথা স্মরণ
করে স্যামসাংইলেকট্রনিক্স’র সিইও এবং আইটি ও মোবাইল কম্যুনিকেশন বিভাগের
প্রধান জেকে সিন বলেন,‘গ্যালাক্সি নোট সিরিজ প্রযুক্তি শিল্পের অভিনব
আবিষ্কার হিসাবে এরই মধ্যে চিহ্নিত হয়েছে। এর বড় আকারের স্ক্রিন এবং অভিনব
এস পেন প্রযুক্তি স্মার্টফোন সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ...
এই নতুন গ্যালাক্সি নোট ৪ সর্বাধুনিক প্রযুক্তিসহ সবচেয়ে উন্নত নোট
অভিজ্ঞতা নিয়ে এসেছে ঠিক যেমনটি গ্যালাক্সি সিরিজের কাছে এর ব্যবহারকারীদের
প্রত্যাশা।’

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন